আবছার উদ্দীন আবারো ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

সিটিজি ভয়েস ডেস্ক:

আবারো চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন, ২০১৮ সালের লোহাগাড়া উপজেলার স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ট সভাপতি লোহাগাড়ার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আবছার উদ্দীন।

মোহাম্মদ আবছার উদ্দীনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক সদস্য সাংবাদিক আবদুল আউয়াল জনি, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোখতারুল আলম, শাহিন আক্তার, মুজিবুর রহমান, রেহেনা আকতার, রোমানা জান্নাত, সদস্য সচিব দেব প্রসাদ বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল গফুর।

মোহাম্মদ আবছার উদ্দীন সিটিজি ভয়েসকে বলেন আমাকে আবারো বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ, ভাল কাজের স্বীকৃতি পেলে কাজের উদ্যম হাজারো গুন বেড়ে যায়, উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পরমুহুর্ত থেকে আমার প্রচেষ্টা ছিল কিভাবে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে পারব সেই বিষয়ে কাজ করা, আমি হৃদয় উজাড় করে আমাদের সন্তানদের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি বিদ্যালয়ের ডায়েরি, স্কুল ইউনিফর্মের ভিন্নতা, বিদ্যালয়ের আসবাবপত্রের প্রয়োজনিয়তা মেটানো সহ নানাবিধ কাজ করেছি, কাজের স্বীকৃতি পাওয়ায় আগামীতে আরো বেশী কাজ করব ইনশাআল্লাহ।

লোহাগাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক সিটিজি ভয়েসকে বলেন উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবছার উদ্দীন একজন কর্মমূখর ব্যক্তি, তিনি তার ভাল কাজের স্বীকৃতি পেয়েছেন তাই আবারো বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, আশাকরি তিনি বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে আগামীতে আরো বেশী মনযোগী হবেন।

মতামত