আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস:

সাম্প্রদায়িক শক্তির উত্থানকে ঠেকাতে হলে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) শারদীয়া দুর্গোৎসবের মহা নবমীতে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, কলাউজান হিন্দুরহাট, সাতকানিয়ার শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালী মন্দির, কাঞ্চনা ঘোষের বাড়ির মন্দির সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আরো বলেন সারাদেশে সাড়ম্বরে শারদীয়া দুর্গোৎসব উদযাপন হচ্ছে এটা আমাদের সবার জন্যই আনন্দের বিষয়। আমরা চাই বাংলাদেশে সব ধর্মের মানুষজন নির্দ্বিধায় নিশ্চিন্তে তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছাশক্তির মাধ্যমেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তার পরিপূর্ণ রূপদান করেছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

এসময় সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, চট্টগ্রাম ১৫ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এম. এ. মোতালেব সিআইপি, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি মাহফুজ উন নবী খোকন, উপজেলা আওয়ামীলীগ সদস্য বাবু রুপ কুমার নন্দী, নাসির উদ্দীন মিন্টু, শ্রমিক নেতা আরিফুর রহমান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।