সিটিজি ভয়েস ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলামের বিরুদ্ধে যুগান্তর পত্রিকায় গত ১০ ফেব্রুয়ারি “ইউএনওর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সেলিম উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্থরের জনসাধারণ।
মানবন্ধনে বক্তারা বলেন সরকারি খাসজমিতে থাকা পুকুরটির মালিক সরকার এবং মহামান্য আদালতের রায়ে সেটা প্রমানিত, বর্তমানে পুকুরটি মসজিদ পরিচালনা কমিটির অধিনে আছে, ইউএনও মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় এতিমদের মাঝে বিলি করেছেন, কিন্তু সাংবাদিক সেলিম উদ্দিন ভুমিদস্যুদের হয়ে পত্রিকায় মিথ্যে সংবাদ প্রকাশিত করেছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ এবং অবিলম্বে তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি।
মানববন্ধনে ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, মানবাধিকার নেতাকর্মীবৃন্দ সহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।