জটিলতা ও ষড়ষন্ত্রের অবসান ঘটবে কি? সৌদিয়া পরিবহনের কাছে জিন্মিদশা কাটবে কি? শঙ্কা লোহাগাড়াবাসীর…
আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:
শত বাধা, নানান জটিলতা ও ষড়ষন্ত্রের অবসান ঘটিয়ে ২৫৮.৮৭ বর্গ কিলোমিটার আয়তনের লোহাগাড়া উপজেলার প্রায় ৭ লক্ষ লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী বাস কাউন্টারের উদ্ভোধনের পথে এগিয়ে গেল আরো একধাপ, লোহাগাড়াবাসীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে আগামী ৩রা জুন চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ সিকদার টাওয়ারের সামনে লোহাগাড়া টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু লোহাগাড়া এসি/নন এসি মারসা পরিবহন কাউন্টারের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিষয়টি মুঠোফোনে সিটিজি ভয়েস টিভিকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান।
গত ১লা জুন লোহাগাড়ায় মারছা পরিবহনের সার্ভিসের উদ্ভোধনের কথা থাকলেও অজানা কারণে থেমে যায় উদ্ভোধন। মারছা পরিবহনের সার্ভিসের উদ্ভোধন থেমে যাওয়ায় হাজারো মানুষ ফেসবুকে সৌদিয়া পরিবহনের মালিক কতৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছেন। জনভোগান্তির কথা বিবেচনায় সিটিজি ভয়েস টিভিও নিউজ করে সৌদিয়া বাসের জিন্মিদশা থেকে এবারও মুক্তি পেলনা লোহাগাড়াবাসী
http://www.ctgvoice.net/2019/06/01/সৌদিয়া-বাসের-জিন্মিদশা-থ/ শিরোনামে…
সিটিজি ভয়েস টিভিতে সংবাদ প্রচারের পর ১লা জুন সন্ধ্যায় জরুরী বৈঠকে বসে লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ, বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ৮ই জুন লোহাগাড়ায় মানববন্ধন, গণসাক্ষর কর্মসুচি ও সৌদিয়া পরিবহন প্রতিহত করার ঘোষনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাইছার হামিদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী ও সমাজকর্মী মিজবাহ উদ্দিন রাজিব সহ লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ।
এত সব বাধা, জটিলতা ও ষড়ষন্ত্রের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি সাতকানিয়া-লোহাগাড়ার জনদরদী সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী তাইতো সকল বাধাকে পিছনে ফেলে লোহাগাড়াবাসীর প্রাণের দাবী বাস কাউন্টার উদ্ভোধনের মাধ্যমে অন্য পরিবহনের বাস চালুর ব্যাবস্থা নিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিণী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী সিটিজি ভয়েস টিভিকে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেখানে তথ্য ও যোগাযোগ খাতে বিপ্লব সাধন, মানুষের যোগাযোগ ব্যাবস্থাকে আরো সহজতর করতে পদ্মা সেতুর মত মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সেখানে লোহাগাড়ায় অন্যকোন পরিবহনকে কাউন্টার স্থাপন করতে না দেওয়া সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে বাধাগ্রস্থ করার সামিল।
আগামী ৩রা জুন লোহাগাড়ায় মারসা পরিবহনের কাউন্টারের উদ্বোধনের খবর শুনে লোহাগাড়ার মানুষের মাঝে স্বস্তি ফিরে এলেও শঙ্কা কাটেনি কারণ ইতিপূর্বে আরো অনেকবার এই ধরণের উদ্যোগ গ্রহন করা হলেও নানান জটিলতা ও ষড়ষন্ত্রের মাধ্যমে পেছন থেকে কলকাঠি নেড়ে অন্য কোন পরিবহণকে লোহাগাড়ায় কাউন্টার স্থাপন করতে দেয়নী সৌদিয়া পরিবহনের মালিকপক্ষ ফলে লোহাগাড়াবাসীকে জিন্মি হয়ে থাকতে হয়েছিল সৌদিয়া পরিবহনের কাছে।