আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় বাস শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার আমিরাবাদ ষ্টেশনের একটি রেষ্টুরেন্টের হল রুমে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও শ্রমিক নেতা আরিফুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক, রাজনীতিবীদ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক শতাধিক শ্রমিকদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
শ্রমিক নেতা আরিফুর রহমান জানান, ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্ঠার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে ঈদ উপহার সুষ্ঠভাবে বিতরণ সম্পন্ন করতে সক্ষম হয়েছি, শ্রমিকরা ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্ঠার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে মহা খুশি’।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়, পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।