নতুন বাস সার্ভিস পেয়ে ঈদের খুশি লোহাগাড়াবাসীর মাঝে, তবে শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি…
আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:
২৫৮.৮৭ বর্গ কিলোমিটার আয়তনের লোহাগাড়া উপজেলার প্রায় ৭ লক্ষ লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী ছিল সৌদিয়া পরিবহনের পাশাপাশি অন্য পরিবহন সমুহের বাসের কাউন্টার স্থাপনের মাধ্যমে লোহাগাড়াবাসীর যাতায়ত ব্যাবস্থাকে ঢেলে সাজানোর।
অবশেষে শত বাধা, নানান জটিলতা ও হাজারো ষড়ষন্ত্রের অবসান ঘটিয়ে ৩রা জুন চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে লোহাগাড়া টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু লোহাগাড়া এসি/নন এসি মারসা পরিবহন কাউন্টারের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এসময় উপস্থিত ছিলেন মারছা পরিবহনের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলমগীর ছিদ্দিকি, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মিজানুর রহমান, লোহাগাড়া ট্রাফিক ইনচার্জ মুহাম্মদ মুজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুহাম্মদ রিদুওয়ানুল হক সুজন, সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ বাদশা খালেদ, মুহাম্মদ সাইফুল হাকিম, যুবলীগ নেতা ও কলাউজান ইউপি সদস্য মুহাম্মদ সালাহ উদ্দিন সিকদার, মুহাম্মদ সরওয়ার কামাল, সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদৎ হোসাইন শাহেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম আলম, নিবিল, সাবেক ছাত্রলীগ নেতা শোয়াইব সিকদার, ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফুল ইসলাম, ইফতেখার উদ্দিন তুষার, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইদ্রিস সহ আরো অনেকে।
নতুন বাস সার্ভিস পেয়ে ঈদের আনন্দ লোহাগাড়াবাসীর মাঝে…
বদিউর রহমান মার্কেটের ব্যাবসায়ী ও সমাজকর্মী মিজবাহ উদ্দিন রাজিব বলেন, মারছা পরিবহনের কাউন্টার উদ্বোধনের মাধ্যমে অনেক বছর পর লোহাগাড়া যেন আবার নতুন করে স্বাধীন হল, এতদিন লোহাগাড়াবাসী সৌদিয়া পরিবহনের মালিকের সিন্ডিকেটের কাছে জিন্মি ছিল, আজ আমাদের এমপি সাহেব রক্তচোষাদের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে আমাদের ধন্য করেছেন, আমরা এমপি মহেদয়ের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু বলেন, লোহাগাড়া টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু লোহাগাড়া এসি/নন এসি মারসা পরিবহন কাউন্টারের উদ্বোধনের মাধ্যমে লোহাগাড়াবাসীর যাতায়ত ব্যাবস্থার উন্নয়ন হওয়ার পাশাপাশি ভোগান্তি কমবে, মানুষের দূর্দশা লাগব করতে যা যা করার প্রযোজন আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, উপজেলার অধিকাংশ জনগোষ্ঠি ব্যাবসায়ী, প্রবাসী ও চাকুরীজীবি ফলে বিভিন্ন কাজেকর্মে তাদের ছুটে যেতে হয় বন্দরনগরী চট্টগ্রাম, রাজধানী ঢাকা সহ সারাদেশে কিন্তু দীর্ঘদিন যাবৎ লোহাগাড়ার স্থানীয় মালিক কফিল উদ্দিনের মালিকানাধীন সৌদিয়া পরিবহনের বাসের কাছে জিন্মি হয়ে আছে লোহাগাড়াবাসী। সারাদেশের প্রায় সবগুলো উপজেলায় সকল পরিবহনের বাসের টিকেট কাউন্টার থাকলেও লোহাগাড়ায় ব্যাতিক্রম সৌদিয়া পরিবহনের ব্যাবসায়িক লাভ ঠিক রাখতে কোন পরিবহনের বাসের কাউন্টার করতে দেওয়া হয়নী ফলে সৌদিয়া পরিবহনের বাসের কাছে জিন্মি হয়ে ছিল লোহাগাড়াবাসী। বাস কাউন্টার চেয়ে বিভিন্ন সময় লোহাগাড়ার সচেতন জনগন সভা সমাবেশ মানববন্ধনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুললেও সমস্যার সমাধান মিলেনি কোনভাবেই ফলে লোহাগাড়াবাসী সেই জিন্মিদশাতেই আটকে ছিল। অবশেষে শত বাধা, নানান জটিলতা ও হাজারো ষড়ষন্ত্রের অবসান ঘটিয়ে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে লোহাগাড়া টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু লোহাগাড়া এসি/নন এসি মারসা পরিবহন কাউন্টারের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।