নিখোঁজ স্কুল ছাত্রদের সন্ধান চান স্বজনরা

এম.এ.এইচ রাব্বী, স্টাফ করেসপন্ডেন্ট| চট্টগ্রাম:

প্রিতম দত্ত ও রিপন দাশ।

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাদের পরিবার। নিখোঁজ স্কুল ছাত্ররা হলেন সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের সাধুর দোকান এলাকার রতন দত্তের পুুত্র ও সপ্তম শ্রেণির ছাত্র প্রিতম দত্ত (১৩), আর কৃষ্ম দাশের পুত্র ও ষষ্ট শ্রেণির ছাত্র রিপন দাশ (১২)। শুক্রবার (৫ জুলাই) বিকেলে তারা খেলতে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিখোঁজ প্রিতম দত্তের মা সিটিজি ভয়েজকে জানান, আমার ছেলে এভাবে নিখোঁজ হবে তা আমি মেনে নিতে পারছি না। এখন পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। শনিবার (৬ জুলাই) সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির সিটিজি ভয়েজকে জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করা হয়েছে। তাদের খোঁজে বের করার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। নিখোঁজের নেপথ্যে সম্ভাব্য নানা কারণও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদককে জড়িয়ে ধরে বুকফাটা অার্তনাদে স্বজন।

অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পাওয়ায় মারাত্মক শঙ্কার মধ্যে সময় পার করছেন পরিবার গুলো।

কেউ সন্ধান পেয়ে থাকলে তাদের নিকটতম আত্মীয় অভির সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ ০১৮৫৭-৭০২১৮৫।

মতামত