পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের নবীণ বরণ ও সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন এবং পড়ালেখা শেষে ঘুষমুক্ত চাকুরীরও ব্যাবস্থা গ্রহন করেছেন।

সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবচার চৌধুরী, যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত