নুরুল আবচার চৌধুরীর মৃত্যুতে পিজি হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:

বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রামের লোহাগাড়া আওয়ামী পরিবারের দুঃসময়ের কান্ডারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবচার চৌধুরী ১৩ই আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন), এর আগে তিনি দীর্ঘদিন যাবৎ রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালের যাবতীয় কার্যক্রম শেষে লাশ এ্যাম্বুলেন্সের মাধ্যমে চট্টগ্রামের লোহাগাড়ায় পাটানোর ব্যাবস্থা গ্রহনের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শেষ বিদায় জানান ও গভীর শোক প্রকাশ করেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এছাড়াও মরহুম মাওলানা নুরুল আবচার চৌধুরীর পরিবারটির শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় তিনি বলেন, মাওলানা নুরুল আবচার চৌধুরী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও চট্টগ্রামের লোহাগাড়া আওয়ামী পরিবারের দুঃসময়ের কান্ডারী, তার মৃত্যুতে আওয়ামীলীগ হারাল একজন বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিককে এ ক্ষতি অপূরনীয়।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে যখন লোকজন খুনি জামায়াত চক্রের ভয়ে আওয়ামী লীগের পরিচয় দিতে ভয় পেত তখন মাওলানা নুরুল আবচার চৌধুরী তার সহযোদ্ধাদের সাথে নিয়ে বুক চিতিয়ে লড়াই করে লোহাগাড়ার আওয়ামী লীগের রাজনীতিকে বাচিয়ে রেখেছিলেন।

মতামত