চট্টগ্রামের লোহাগাড়ার বেসরকারি হাসপাতাল লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে। ২৭শে আগস্ট সারাদিন ব্যাপি লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে প্রসুতি মা, নবজাতক শিশু, বৃদ্ধ সহ সব ধরণের রোগিদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ আতাউল করিম আরবি, ডাঃ রোজি সিদ্দিকি, ডাঃ আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ রুবেল, ডাঃ মোহাম্মদ রাসেল, ডাঃ আকাশ, ডাঃ ফরিদুল ইসলাম।
বিনামুল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু সহ সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।