ঢাকায় আ.লীগের ২ নেতার বাড়িতে র‍্যাবের তল্লাশি, ১ কোটি টাকা ও ৮ কেজি স্বর্ণ জব্দ

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে, রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভুঁইয়ার বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। তবে পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ক্যাসিনো বিরোধী চলমান অভিযোগের অংশ হিসেবে সকাল থেকেই এই দুই নেতারা গেন্ডারিয়ার বানিয়াননগর ও মুরগিটোলা বাসায় র‍্যাবের একটি দল তল্লাশি চালায়।

এ সময় তাদের বাড়ি থেকে নগদ এক কোটি টাকা এবং প্রায় ৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার ছিলেন, এনামুল ও রূপন।

মতামত