সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ের ফুওয়াং ক্লাবে পুলিশের অভিযানের দুই দিনের মাথায় ফের অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযান শেষে বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য জব্দ করেছেন। বুধবার রাত ১২টায় অভিযান শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়।
র্যাব জানায়, ১০ হাজার বোতল বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে। মাদক বিক্রির ৭ লাখ টাকা পাওয়া গেছে। ফু-ওয়াং ক্লাবটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা হবে।
অভিযানের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন ক্লাব ও বারে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।