প্রধানমন্ত্রীর জন্মদিনে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা

সিটিজি ভয়েস টিভি ডেস্ক :

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৩ জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ২৮শে সেপ্টেম্বর বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রার্থনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বৌদ্ধ ধর্ম গুরুগন ও বুড্ডিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ।

প্রার্থনা শেষে এক বক্তব্যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, দেশের ক্রান্তিলঘ্নে বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে যিনি দেশকে গৌরবের আসনে সমাসীন করেছেন সেই টানা তিনবারের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তার অসাম্প্রদায়িক, উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে এক আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি।

একুশ শতকের অভিযাত্রায় দিনবদল ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার একজন কাণ্ডারী তিনি। তিনি বিশ্বেও প্রভাবশালী নারী শাসকদের মধ্যে অন্যতম একজন দক্ষ রাষ্ট্রনায়ক। আর সেটা নিজের প্রজ্ঞা, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ও চিন্তা-চেতনায় ধীরে ধীরে বিশ্বনেত্রীর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন শেখ হাসিনা।

এসময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আরো বলেন, যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ, তাই সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন।

মতামত