সোয়া কোটি টাকা ও ইয়াবাসহ নারায়ণগঞ্জে ৩ জন আটক

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:    

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ি থেকে নগদ এক কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার জানায়, বুধবার ভোরে রূপগঞ্জের তারাবো পৌরসভার রসুলপুর এলাকার জামাল হোসেন মৃধার বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাংক থেকে এক কোটি ও আলমারিতে পাওয়া যায় ২৫ লাখ টাকা। বাড়ির নিচতলার অফিস ঘর থেকে উদ্ধার হয় দুই হাজার পিস ইয়াবা।

নিজেকে তিনটি কয়েল কারখানার মালিক দাবি করলেও বৈধ কোনো কাগজ এবং জব্দকৃত টাকার আয়ের উৎস দেখাতে পারেননি জামাল হোসেন। পরে, জামাল হোসেন ও তার দুই সহযোগী মোস্তফা ও মানিককে আটক করা হয়।

মতামত