আপনারা নৌকায় ভোট দিন আমরা উন্নয়ন দেব, ৩রা অক্টোবর দুপুরে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় এসব কথা বলেন নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী এম এ মোতালেব সিআইপি।
জাফর আহমদ চৌধুরী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সদস্য হাসিনা জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সহ সভাপতি এ্যাডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকি, সহ সভাপতি মোজাম্মেল হক সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, নৌকা হল উন্নয়নের মার্কা, উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী ১৪ই অক্টোবর নৌকা প্রতিকের প্রার্থী এম এ মোতালেব সিআইপিকে জয়যুক্ত করার কোন বিকল্প নেই।