বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ: পূজামন্ডপ পরিদর্শনকালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ৪ঠা অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এখন সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘেœ পালন করতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দার, একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রঞ্জন সেন, বিশিষ্ট নিউরোলজিস্ট ডাঃ আবদুস সামাদ আলিম সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দূর্গোৎসব উপলক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যাক্তিগত তহবিল থেকে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

মতামত