সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের কাকরাইল অফিসে অভিযান চালিয়ে র্যাব একটি বিদেশি পিস্তল ও বিদেশি মদ ও এক হাজার পিসের বেশি ইয়াবা উদ্ধার করেছে র্যাব সদস্যরা। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে, সম্রাটকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে অবস্থিত অফিসে র্যাবের অভিযানে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার কর। একই সঙ্গে, তার শান্তিনগরের বাসায়ও অভিযান চালাচ্ছে র্যাব।
অভিযানে হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে।
এর আগে, আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে যুবলীগ নেতা সম্রাট ও আরমানকে আটক করে র্যাব। সেখান থেকে দুপুরে তাকে রাজধানীর উত্তরায় সদর দপ্তরে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযানে বের হয় র্যাব। র্যাব সদর দপ্তর থেকে বেলা একটার দিকে সম্রাটকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে প্রবেশ করে র্যাব। এরপর থেকেই তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে র্যাব সদস্যরা।