শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের যৌথ অায়োজনে উপজেলার ১৩টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় এ প্রতিযোগীতা।
শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন এ শ্লোগানে অায়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ অাহমেদ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক ও অালহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল অালম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেবাশীষ অাচার্য্য, বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসার সুপার মোহাম্মদ নুরুল হক, অাধুনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দোলন কান্তি দাশ সহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রতিযোগীতায় প্রথম স্হান অর্জন করে উত্তর অামিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয়, ২য় তম স্হান বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদরাসা, ৩য় তম স্হান অাধুনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি সহ অন্যরা।
প্রতিবেদক: এম এ এইচ রাব্বী।