রক্তদাতাদের রক্তদানের কারণে বেঁচে যাচ্ছে লাখো প্রসূতি মা, থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগী

মানবিকতা মনুষ্যত্ববোধের মাধ্যমে রক্তদাতাদের বিনামূল্যে রক্তদানের কারণে বেঁচে যাচ্ছে লাখো প্রসূতি মা, থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগী। তাই রক্তদাতাদের এসব সেচ্ছাসেবী সংগঠনগুলোকে সবসময় সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

চট্টগ্রামের লোহাগাড়ার রক্ত যোদ্ধাদের সর্ববৃহৎ সংগঠন লোহাগাড়া রক্তদান গ্রুপের ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

লোহাগাড়া রক্তদান গ্রুপের প্রধান উপদেষ্টা ডাক্তার তাহিয়াত আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডমিন তোহা কায়সার, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনি, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আব্বাস উদ্দিন, নিসচা লোহাগাড়া শাখার আহবায়ক মোজাহিদ হোসাইন সাগর ।

এছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের এ্যাডমিন ও সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত