স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক ওরা

চন্দনাইশ থেকে মোঃ কামরুল ইসলাম মোস্তফা’র সহায়তায় একটি ডেস্ক রিপোর্ট-

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া শান্তি বিহারে ১০৮তম দানোত্তম কঠিন চীবরদান উপলক্ষে সাতবাড়িয়া যুব সংগঠন শান্তির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাইনুদ্দীন হাসান, মেহেরুল হাসান, কার্যকরী সদস্য মোঃ কামরুল ইসলাম মোস্তফা, মিজানুর রহমান, শওকত আকবর হৃদয়, আদনান দেলোয়ার, রাজ চৌধুরী, বিনয় মিত্র ভিক্ষু সহ অারও অনেকে।

‘থাকে যদি প্রস্তুত দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা’ এ শ্লোগানে সোমবার (১১ নভেম্বর) দোহাজারী ব্লাড ব্যাংক’র সহযোগিতায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে আগতদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া সহ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

এছাড়াও মহামারি থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে ধারণা দেয়া হয়।

এম এ এইচ রাব্বী বার্তা কক্ষ, সিটিজি ভয়েস

মতামত