আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় ৩টি হত্যাসহ প্রায় অর্ধডজন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী জামাল হোসেন (৩৪) প্রকাশ গেছু জামালকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর চাম্বী বাজার থেকে তাকে আটক করা হয় । আটককৃত জামাল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার আবদুুল কুদ্দুসের ছেলে।
লোহাগাড়া থানার পুলিশ পরির্দশক ( তদন্ত) রাশেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিটিজি ভয়েস টিভিকে জানান, আটককৃত জামালের নামে ৩ টি হত্যা মামলাসহ অর্ধডজন মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে ।
জামাল হোসেন প্রকাশ গেছু জামাল দীর্ঘদিন ধরে পলাতক ছিল, পুলিশের হাতে আটক হওয়ার হাত থেকে বাঁচতে জামাল পাহাড়ে গাছের উপরে ঘুমাত তাই লোকজন তার নাম দিয়েছে গেছু জামাল, সে এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাকের হোসাইন মাহামুদের সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরির্দশক ( তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে লোহাগাড়া থানার এস আই বেলাল ও এএস আই বিল্লাল সহ পুলিশের একটি টিম উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে । আটককৃত জামালকে ১৬ই ডিসেম্বর সকালে আদালতে প্রেরণ করা হবে ।