প্রধানমন্ত্রীর সামরিক সচিব মে. জে. জয়নুল আবেদীন বীরবিক্রম আর নেই

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:   

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি ৫৯ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আজ ১৭ই ডিসেম্বর  মঙ্গলবার বিকাল ৫:১৩ মিনিটে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে।

চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন পিএসসি টানা তিনবার প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

গত আগস্ট মাস থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব ডেঙ্গু ও ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হসপিটাল সিএমএইচে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সেপ্টেম্বরের শুরুতে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন বর্তমান সরকারের নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে হেফাজতের তাণ্ডবের সময় তিনি কঠোর হস্তে দমন করেছেন।

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়েছে।

মতামত