আগামী মঙ্গলবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি: ওবায়দুল কাদের

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

আগামী মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। এ ছাড়া নতুন বছরে মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে। বললেন আওয়ামী লীগের দ্বিতীয় দফার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আগামী মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর সভা ডাকা হয়েছে। সেখানে আলাপ-আলোচনার পর দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন: প্রধানমন্ত্রীর এই বিশ্বাসের মর্যাদা রাখার যথাসাধ্য চেষ্টা করবো। সামনে অনেক চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনী অঙ্গীকার রক্ষা করা। এছাড়া সারাদেশে যে নতুন কমিটির কাজ শুরু হয়েছে সেখানে যাতে বিতর্কিত কেউ প্রবেশ করতে না পারে সেটা দেখা।

ক্ষমতাসীন দলটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসবে কিনা, সে সম্পর্কে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিনওয়ার্ক। নতুন বছরে এটা হতে পারে। আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। এই বিষয়টিকে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে দেখছেন ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্য বিরোধী দলের নেতারা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। বিএনপি এলে ভালো হতো। শুভ খবর বয়ে আনত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: পার্টির নতুন নেতৃত্ব ঢেলে সাজানো হয়েছে, গঠনতন্ত্রের কিছু সংশোধনের জন্য দলের সভাপতি কাউন্সিলরদের সাথে আলোচনা করেছেন, সেক্ষেত্রে শাজাহান খানকে কেন রাখা হয়েছে এটা দলের সিদ্ধান্ত।

ওবায়দুল কাদের জানান: আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে আগামী ২৪ তারিখ। সেখানে প্রেসিডিয়াম সদস্যরা পুর্ণাঙ্গ কমিটি ঠিক করার দায়িত্ব পালন করবেন।

মতামত