বৃহস্পতিবার ঘোষণা হবে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি

সিটিজি ভয়েস টিভি ডেস্ক: 

আগামী (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে গণভবনে দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের পর এটাই ছিল সভাপতিমণ্ডলীর প্রথম সভা।

ওবায়দুল কাদের জানান, আগামী বছরের ৩ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে যাবেন। সেখানে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে।

গত ২০ ও ২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে নবমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি ৩৯ জনের নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

মতামত