সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
“জাগ্রত হোক মানবতা, বিবেকের তাড়নায়” এই স্লোগানে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) চট্টগ্রামের লোহাগাড়া পূর্ব কলাউজানের আদার চর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
লোহাগাড়া স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুব সংগঠক দৈনিক চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাংবাদিক সাত্তার সিকদারের সভাপতিত্বে হযরত ইমাম আবু হানিফা (রা.) ইবতেদায়ী মাদ্রাসা ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সওদাগর।
সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রনেতা জিল্লুর রহমান সোহেল, কলাউজান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবনেতা কুতুব উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাফেজ সাইফুল, দেলোয়ার হোসেন, হাফেজ নোমান, আনোয়ার হোসেন, হাফেজ জায়েদ খান, মো. মিনহাজ, মাওলানা ছবুর, তমজিদ খান, সাইমুম, আশরাফ আলী, রিদুয়ান, নাছির উদ্দীন, আরিফ, জুনাইদ, সাদেক, তাওহিদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আদার সমাজ কল্যাণ পরিষদ শীতার্তদের মাঝে উষ্ণ ভালবাসা ছড়িয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান অধিকাংশ যুব সমাজ যখন তথ্য প্রযুক্তির অপব্যবহারে সময় ব্যয় করছে ঠিক এই সময়ে এই পরিষদের সদস্যরা তাদের সাধ্যানুযায়ী শীতার্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার যে হাত বাড়িয়েছে, এতে চলমান প্রচণ্ড শীতের মাঝেও এলাকার মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়িয়ে শীত নিবারণে ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তারা বলেন, আদার চর সমাজ কল্যাণ পরিষদের এই সামাজিক কার্যক্রম অতীতের ন্যায় অব্যাহত থাকুক আজীবন। সংগঠনের সকল কার্যক্রমে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন আগত অতিথি ও বক্তারা।