আ.লীগের দপ্তর সম্পাদক পদে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পদোন্নতিতে লোহাগাড়ায় আনন্দ মিছিল

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:

দলের জন্য ত্যাগ, সততা ও কর্মনিষ্ঠার কারণে সাথে দলের জন্য কাজ করে যাওয়ার কারণে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলনে চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগাড়ায় উপজেলার বটতলী স্টেশনের চৌধুরী প্লাজা চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে আরকান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী প্লাজার সামনে নেতাকর্মীদের মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মো: রিয়াদের নেতৃত্বে আনন্দ মিছিলে দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ হুমায়ুন কবির, কামরুল হাসান ইমন,শামীম হোসেন,আবদুর রহমান, শহীদুল আলম, মুহাম্মদ মিনহাজ উদ্দিনসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষে গত ২০১৬ সালের ২৯ আগস্ট ঘোষিত আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য মনোনীত হয়েছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এরপর ২০১৬ সালের ৬ই নভেম্বর আবারও পান চমক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদ থেকে পদোন্নতি পেয়ে হন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক, এর পাশাপাশি চলতি বছরের ৪ঠা মার্চ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর সাফল্যের খাতায় যুক্ত হল আরো একটি পালক, বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলনে পদোন্নতি পেয়েছেন দপ্তর সম্পাদক পদে। আর এই ঘোষণা চট্টগ্রামবাসীর জন্য বড় ধরনের চমকের পাশাপাশি তারুণ্যদীপ্ত মেধাবী নেতৃত্বের প্রতি দলীয় প্রধান শেখ হাসিনার সদিচ্ছা ও নির্ভরতার একটি বড় উদাহরণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামীর রাজনীতি হবে সততা, মেধা ও জ্ঞাননির্ভর- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এই পদোন্নতি সেটিরই ইঙ্গিত।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হওয়ার পর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া একদিকে প্রধানমন্ত্রীর সাথে কাজ করেন অন্যদিকে প্রতিদিন প্রধানমন্ত্রীর পক্ষে তার রাজনৈতিক কার্যালয়ে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সমস্যা শুনেন ও সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করেন। তার রাজনৈতিক দূরদর্শীতায় মুগ্ধ হয়ে দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পদে পদোন্নতি দিয়েছেন বলে মনে করেন তৃনমূল নেতাকর্মীরা।

মতামত