প্রধানমন্ত্রীর সামরিক সচিবের জিয়াফত: আয়োজন ৩০ হাজার মানুষের খাবারের

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:    

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসির কুলখানী আজ শনিবার জন্মস্থান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী ঐতিহাসিক সীরাত ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশাল মেজবানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী, শুভাকাঙ্খীসহ সকলকে দাওয়াত দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও মরহুমের বড়ভাই আলহাজ্ব ইসমাঈল মানিক।

এ উপলক্ষে প্রায় ৩০ হাজারেরও অধিক মানুষের খাবারের আয়োজন করা হয়েছে বলে সিটিজি ভয়েস টিভিকে জানিয়েছেন মরহুমের বড় ভাই আলহাজ্ব ইসমাঈল মানিক। শনিবার সকাল নয়টা থেকে সারা দিনব্যাপি চলবে জিয়াফত।

উল্লেখ্য, লোহাগাড়ার এই কৃতি সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় ইন্তেকাল করেন। ১৯শে ডিসেম্বর পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মতামত