স্টাফ করেসপন্ডেন্ট| সিটিজি ভয়েস.টিভি:
দেশের বিভিন্ন এলাকায় প্রবাহিত হচ্ছে শৈত্য প্রবাহ। জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে কনকনে শীত। শীতের প্রকোপে বেড়েছে গরিব-দুঃখী অসহায় মানুষের দুর্ভোগ। মানবিক সহায়তার অংশ হিসেবে দুঃস্থ ও অতিদরিদ্র জনসাধারণ এবং স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজয় টিভি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও মোহনা টিভি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার পশ্চিম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানাউল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান মোরশেদ আলম।
অনুষ্ঠানে শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ফরিদুল ইসলাম, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম মোস্তফা, সাংবাদিক ফয়সাল চৌধুরী, সাংবাদিক এম.এ.এইচ রাব্বী, ইউ.পি সদস্য কাজী মোহাম্মদ ইলিয়াছ, মোঃ ইউনুচ, মোঃ আমির হোসেন, আবুল কাশেম, আব্দুর রহিম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শুক্কুর, সহকারি শিক্ষক নিলুফা ইয়াসমিন, লাভলী বিশ্বাস, জেসমিন আক্তার ফারহানা, আশা দাশ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করাই হলো একজন সাংবাদিকের কর্ম। সমাজের অসঙ্গতি, সমস্যা-সম্ভাবনা ও জনদুর্ভোগের সচিত্র প্রতিবেদন তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ। একজন সাংবাদিক তার কর্মের বাইরেও যে তিনি মানবিক কাজ করেন তারই প্রমাণ দিলেন স্যাটেলাইট টেলিভিশন বিজয় টেলিভিশনের প্রতিনিধি নাছির উদ্দীন ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কামাল উদ্দীন।
সাংবাদিক মোঃ নাসির উদ্দিন ও মোঃ কামাল উদ্দিন বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের দুর্ভোগ খুব কাছ থেকে দেখি। কনকনে এ শীতে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ হয়ে দেশের গরিব-দুঃখী মানুষের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসতে হবে শীতার্তদের সহযোগিতায়। একজন মানুষ হয়ে আর একজন অসহায় কর্মঅক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।