নাছিরের পরিবর্তে চট্টগ্রামে আ’লীগের মনোনয়ন পেলেন রেজাউল করিম

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:   

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের কপাল শেষ পর্যন্ত পুড়লো। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তার পরিবর্তে বাংলাদেশ আওয়ামী লীগ এবার দলীয় মনোনয়ন দিয়েছে রেজাউল করিম চৌধুরীকে।

রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এনামুল হক দানুর কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত।

রেজাউল করিম চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পূর্বপুরুষের নামেই বিখ্যাত ‘বহদ্দারহাট’ নামকরণ হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক জীবনে শুধুই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই আদর্শ হিসেবে গ্রহণ করে স্থানীয়ভাবে কোন গ্রুপে গা ভাসাননি রেজাউল করিম।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চেয়েছিলেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ১৯ জন নেতা।

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম সিটি নির্বাচনসহ ৫টি আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এতে বলা হয়, চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিনকে। গাইবান্ধা-৩ এ প্রার্থী উম্মে কুলসুম। বাগেরহাট-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল আলম মিলন। যশোর-৬ এ ঘোষণা করা হয় শাহীন চাকলাদারের নাম। আর বগুড়া-১ এ আওয়ামী লীগ ভরসা রেখেছে প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী সাহাদার মান্নানের ওপর।

মতামত