সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় নাছির-রেজাউল

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সাথে দেখা করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন।  নৌকার মনোনয়ন প্রাপ্তির পর রেজাউলের সাথে এটি প্রথম দেখা।  প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তাদের দেখা হয়।

মহিউদ্দিন পত্মী হাসিনা মহিউদ্দিন ফেইসবুকে ব্যক্তিগত আইডিতে একটি ছবি পোষ্ট করেছেন।  ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহাজ্জ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করে নৌকার মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভাই আমার সাথে সৌজন্য সাক্ষাত করতে এলেন’।

ছবিতে  রেজাউল করিমের পাশে বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরকে বসা অবস্থায় দেখা যায়।  এসময় মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠপুত্র বোরহান সালেহীনও উপস্থিত ছিলেন।

মতামত