সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ধাওয়া করে আটকের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানিয়েছে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন।
আটক এস এম ইব্রাহিম হোসেন (৩৩) গোপালগঞ্জ জেলার মধুসপুর উপজেলার গোবিন্দরবিল এলাকার ইমান উদ্দিনের ছেলে। সেনাবাহিনীর সার্জেন্ট পদবির এই সদস্য ঢাকার মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন।
পুলিশ জানায়, আটকের পর ঘটনাস্থলে ইব্রাহিম সাংবাদিকদের বলেছেন, অফিস থেকে ছুটি নিয়ে শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার যান। সেখানে তালেব নামে একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর নিজের প্রাইভেট কারে করে ফেরত যাচ্ছিলেন ঢাকায়। সেখানে মিরপুর-১ নম্বর এলাকায় কাজল নামে একজনের কাছে ইয়াবাগুলো দেওয়ার কথা ছিল।
দুই মাস আগেও একইভাবে তিনি ৩ থেকে ৪ হাজার পিস ইয়াবার আরও একটি চালান কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যান বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।
অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানিয়েছেন, আপাতত সেনাসদস্য ও গাড়িচালককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।