সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
রাজধানীর পুরান ঢাকায় ক্যা’সিনোবিরোধী অ’ভিযান চা’লিয়েছে র্যা’পিড অ্যা’কশন ব্যা’টালিয়ন (র্যা’ব- ৩)। এ সময় ক্যা’সিনোকাণ্ডে জ’ড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের স’হসভাপতি এনামুল হক ও যুগ্ম সা’ধারণ স’ম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে পাঁচটি সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালঙ্কার, এফডিআর ও ক্যা’সিনোসামগ্রী জ’ব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে পুরান ঢাকার লালমোহন স্ট্রিটে র্যা’বের নির্বাহী ম্যা’জিস্ট্রেট সরোয়ার আলমের নে’তৃত্বে এ ক্যা’সিনোবিরোধী অ’ভিযান চা’লানো হয়।
জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে ক্যা’সিনোকাণ্ডে জ’ড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের স’হসভাপতি এনামুল হক ও যুগ্ম সা’ধারণ স’ম্পাদক রুপন ভূঁইয়ার বা’ড়িতে অ’ভিযান চা’লানো হয়। এ সময় পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্ব’র্ণালঙ্কার জ’ব্দ করা হয়।
র্যা’বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, ঘটনাস্থলে র্যা’বের অ’ভিযান এখনও চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আ’টক করা হয়নি।
বেলা ১১টায় এ ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান র্যা’বের সহকারী পরিচালক এএসপি সুজয় স’রকার।