মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল পরিবারের পাশে সাতকানিয়া-লোহাগাড়া সমিতি

সাত্তার সিকদার, বার্তা কক্ষ-

সাতকানিয়া-লোহাগাড়া সমিতি- ঢাকা’র উদ্যোগে ২৮৬জনকে শিক্ষা বৃত্তি, দুঃস্হ পূনর্বাসন ও দরিদ্র বিমোচনের লক্ষ্যে সেলাই মেশিন, ঢেউটিন, ভ্যান গাড়ি বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা টাইম ক্যাফে কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

সাতকানিয়া-লোহাগাড়া সমিতি- ঢাকা’র সভাপতি ড. ডি.কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।

সাতকানিয়া-লোহাগাড়া সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ইন্জিনিয়ার তাজুল ইসলাম, সি বি এম গ্রুপের চেয়ারম্যান ও সমিতির পৃষ্টপোষক জয়নাল আবেদীন জামাল।

এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি কফিল উদ্দিন, সি বি এম গ্রুপের এম.ডি নাছির উদ্দিন, মোস্তাক ইকবাল মুকুল, শফিকুর রহমান শফিক সহ সমিতির নির্বাহী পরিষদের সদস্য ও জীবন সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ১০৪জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, ৫০জন অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের মাঝে ভ্যানগাড়ি, ৬০জন বিধবা, দু:স্হ মহিলাদেরকে সেলাই মেশিন, ৭২ জন গরীব ও সম্বলহীন মানুষদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।

এছাড়াও, সকাল ৯টায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে মোটিভেশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমিতির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল সহ সমিতির অন্যান্য একাডেমীক স্কলাররা বক্তব্য প্রদান করেন।

মতামত