সাত্তার সিকদার, বার্তা কক্ষ:
শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ অাসনের সংসদ সদস্য ড. অধ্যাপক অাবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। শনিবার (২৯ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি অারও বলেন, যে দেশে যত বেশী শিক্ষিত সে দেশ তত বেশী উন্নত। তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুজিবুর রহমান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিবাস দাশ সাগর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসক ডাঃ মোস্তফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যু্বলীগ’র তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মিজানুর রহমান মিজান, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক, বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদ করিম।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের কে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।