সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
ভারতে মসজিদে আগুন, মুসলমানদের উপর হামলা ও গনহত্যার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে উদীয়মান তরুণ প্রবাসী সংগঠক ও সমাজকর্মী তারেক আজিজ চৌধুরী’র আহবানে অর্গানাইজেশন অফ মুসলিম মুভমেন্ট কতৃক আয়োজিত প্রতিবাদ সভা মক্কায় একটি হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী আবুল বশর, সংগঠক ও সমাজকর্মী ফয়েজ আহমেদ চৌধুরী, সংগঠক নুরুল আমিন,মাওলানা এহসানুল হক, তরুণ সংগঠক ফরহাদ এস রেজা, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহেদ হোসাইন, মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসাইন, বোরহান উদ্দিন প্রমুখ।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা দিল্লিতে মসজিদ এবং মুসলিম মালিকানাধীন সম্পত্তি ভাঙ্গচুরের তীব্র নিন্দা জানান এবং এই জঘন্য কাজগুলির শিকার পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ ও ভারত সরকারকে মুসলিম বিরোধী সহিংসতার জন্য প্ররোচিতকারী এবং অপরাধীদের বিচারের আওতায় আনা, মুসলিম নাগরিকের সুরক্ষা এবং সারা দেশে ইসলামি পবিত্র স্থানের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।এবং বাংলাদেশে মুজিব বর্ষে অনুষ্ঠানে ভারতের নরেন্দ্র মোদি কে বয়কট করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
প্রতিবাদ সভার পূর্বে সারা বিশ্বে আতংকিত করুনা ভাইরাসের আক্রান্তদের রোগ মুক্তির কামনায় পবিত্র তাওয়াফ করে সারা বিশ্বের মুসলিম মিল্লাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।