শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে

শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। শনিবার দুপুরে লোহাগাড়া ডিজিটাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার গুনগতমান নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ফলে শিক্ষার হার বাড়ছে এবং মানোন্নয়ন হচ্ছে শিক্ষা ব্যাবস্থার।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাত্তার সিকদারের সঞ্চালনায় ও শাহপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনি, বিদ্যালয়ের প্রতিষ্টাতা মাস্টার এস কে শামসুল আলম, শিক্ষাবীদ রিটন দাশ, অধ্যাপক আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, সমাজসেবক শহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতামত