সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
আগামী ২৩ জুন শুরু হবে চলতি মৌসুমের হজ ফ্লাইট। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ আজ রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর হজের জন্য আগামী ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।