অক্সিজেন মোড়ে চাচাতো ভাইয়ের মোটর সাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে কাভার্ড ভ্যান চাপায় এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত গৃহবধূর নাম কামরুন নাহার রূপা (২২) বালুছড়া এলাকার বাসিন্দা আনোয়ার শাহাদাতের স্ত্রী।

বুধবার বিকালে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পর চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলে জানান ওসি প্রিটন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বলেন, রূপা চাচাতো ভাইয়ের মোটর সাইকেলে করে বালুছড়ার দিকে যাচ্ছিলেন। অক্সিজেন মোড়ে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গেলে পেছনে থাকা কভার্ড ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রূপা তার চাচাত ভাইয়ের সাথে শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন। অক্সিজেন মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মতামত