অপ-সাংবাদিকতা রুখে দেওয়ার প্রত্যয়ে লোহাগাড়া সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:   

সংবাদমাধ্যমে অপ-সাংবাদিকতা রুখে দিতে ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে হাতে হাত মিলিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় আত্মপ্রকাশ করলো “লোহাগাড়া সাংবাদিক ফোরাম” নামে একটি গণমাধ্যম কর্মীদের সংগঠনের।

সংগঠনে দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি এম এম আহমদ মনিরকে আহবায়ক, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছকে যুগ্ম আহবায়ক এবং লোহাগাড়া নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অধ্যাপক আবদুল খালেককে সদস্য সচিব করে সাত সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলার একটি রেষ্টুরেন্টে সদস্যদের মুক্ত আলোচনার মধ্য দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।

অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এম এম আহমদ মনির, অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, মনির আহমদ আজাদ, আবদুল আউয়াল জনি।

বক্তারা বলেন, এ সংগঠন মফস্বল এলাকায় প্রতিনিয়ত ঘটে চলা অপ-সাংবাদিকতা রুখে দিয়ে সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে কাজ করার পাশাপাশি দেশ ও দশের কল্যানে কাজ করবে।

চট্টগ্রাম প্রতিদিন প্রতিনিধি সাত্তার সিকদারের সঞ্চালনায়, লোহাগাড়া নিউজ ২৪ ডটকম প্রকাশক মারুফ খান, সকালের সময় প্রতিনিধি মোজাহিদ হোসাইন সাগর, এশিয়ান টেলিভিশনের এম এ এইচ রাব্বী, অনলাইন টিভি টি-ওয়ানের এরশাদ আলম, আমার সংবাদের প্রতিনিধি  আরিফুল ইসলাম রিফাত, আমাদের নতুন সময় প্রতিনিধি আবদুল করিম, জে-টিভি অনলাইন এর আবদুল ওয়াহাব, সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদ মাধ্যমে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্হিত ছিলেন।

আগামী ২০ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র তৈরি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বৈঠকে জানানো হয়।

মতামত