আজ ১৭ই মার্চ। বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জম্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গী পাড়ায় জম্মগ্রহণ করেছিলেন শেখ পরিবারের আদরের খোকা। বঙ্গবন্ধুর শতজম্মবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজন করেছে চট্টগ্রামের লোহাগাড়া সাংবাদিক ফোরাম। মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিকদের সংগঠনটি।
সংগঠনের আহবায়ক এম.এম. আহমদ মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক মুহাম্মদ আব্দুল খালেক, মনির আহমদ আজাদ, আবদুল আউয়াল জনি, সাত্তার সিকদার, মোজাহিদ হোসাইন সাগর, মুহাম্মদ এরশাদ আলম, মুহাম্মদ আব্দুল ওয়াহাব, মুহাম্মদ জমির উদ্দিন সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।
হাজার বছরের বিদ্রোহী আগুনের সন্নিবেশ ঘটিয়ে টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন খোকা নামের সেই ছেলেটি। যার জন্ম দিবসে ধরণীতে সূর্য ছড়িয়েছিল মুক্তির আভা। নেতৃত্ব দিয়ে একটি জাতীকে এনে দিয়েছিলেন স্বাধিনতা। আলো ছড়িয়ে ছিল বিশ্ব ব্যাপী। তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সরকার প্রধান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এম.এ.এইচ রাব্বী
প্রতিবেদক, চট্টগ্রাম।