মুজিববর্ষ উপলক্ষে সাউথইস্ট ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন লোহাগাড়ায়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী বর্ণাঢ্য অায়োজনে উদযাপন করেছে সাউথইস্ট ব্যাংক চট্টগ্রামের লোহাগাড়া শাখা।

এউপলক্ষে (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া স্টেশনে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার অায়োজন করা হয়।

এসময় উপস্হিত ছিলেন সাউথইস্ট ব্যাংক লোহাগাড়া শাখার ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ শামীম উদ্দীন, সিনিয়র অফিসার ও ক্রেডিট ইনচার্জ মোজাহিদ হোছাইন সাগর, ক্রেডিট অফিসার নজরুল ইসলাম, জেনারেল ব্যাংকিং অফিসার রিপন কান্তি বড়ুয়া, ক্যাশ ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম ফরায়েজী, ক্যাশ অফিসার সৈয়দ ইফতেখারুল আলম, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জাহেদুল ইসলাম সহ সাউথইস্ট ব্যাংক লোহাগাড়া শাখার সকল কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এম.এ.এইচ রাব্বী
বার্তা কক্ষ।

মতামত