লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের মাঝে হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ

সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ    

পেশাগত দায়িত্ব পালনকালে (কভিট-১৯) করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সকল সহকর্মীকে নিরাপদ রাখার লক্ষে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন “লোহাগাড়া সাংবাদিক ফোরাম” এর সকল সহকর্মীদের মাঝে হ্যান্ড-গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে।

২৫শে মার্চ সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় এ রহমান মার্কেট প্রাঙ্গণে লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর সদস্য সাংবাদিক আবদুল আউয়াল জনির পক্ষ থেকে সকল সংবাদকর্মীদের হাতে হ্যান্ড-গ্লাভস এবং মাস্ক তুলে দেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর আহবায়ক এম এম আহমদ মনির ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

এসময় সকল সহকর্মীদের পেশাগত দায়িত্ব পালনকালে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হ্যান্ড-গ্লাভস এবং মাস্ক পরিধান করে নিরাপদ দুরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করার আহবান জানানো হয়। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘনঘন হাত ধোয়া সহ পরিস্কার পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দেওয়া হয়।

মতামত