সিটিজি ভয়েস টিভি ডেস্কঃ
পেশাগত দায়িত্ব পালনকালে (কভিট-১৯) করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সকল সহকর্মীকে নিরাপদ রাখার লক্ষে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন “লোহাগাড়া সাংবাদিক ফোরাম” এর সকল সহকর্মীদের মাঝে হ্যান্ড-গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে।
২৫শে মার্চ সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় এ রহমান মার্কেট প্রাঙ্গণে লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর সদস্য সাংবাদিক আবদুল আউয়াল জনির পক্ষ থেকে সকল সংবাদকর্মীদের হাতে হ্যান্ড-গ্লাভস এবং মাস্ক তুলে দেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম এর আহবায়ক এম এম আহমদ মনির ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।
এসময় সকল সহকর্মীদের পেশাগত দায়িত্ব পালনকালে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হ্যান্ড-গ্লাভস এবং মাস্ক পরিধান করে নিরাপদ দুরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করার আহবান জানানো হয়। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘনঘন হাত ধোয়া সহ পরিস্কার পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দেওয়া হয়।