টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত চার

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও মেরিন ড্রাইভ সড়কে বিজিবি ও পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে পৃথক এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, এ সময় ৩ বিজিবি সদস্য আহত হন। উদ্ধার করা হয়েছে ইয়াবা অস্ত্র-গুলি।

টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সাল হাসান খান জানান: শুক্রবার দিবাগত রাতে টেকনাফ সদরের লেদা, নাফ নদীর চুরি খাল পয়েন্ট দিয়ে বাংলাদেশে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে গেলে পাচারকারীরা একটি নৌকা থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

কিছুক্ষণ পর অন্য পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় তিন ব্যক্তিকে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় বিজিবির ৩ সদস্য আহত হয়। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান: শুক্রবার দিবাগত রাতে মেরিন ড্রাইভে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মুছা আকবর নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে।

মতামত