আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভিঃ
কভিট-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কেনাকাটার সময় তিন ফুট দূরত্বে ক্রেতাদের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও ওষুধের ফার্মেসির সামনে লোহাগাড়া সাংবাদিক ফোরামের উদ্যোগে বৃত্ত আঁকা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে চলা উপজেলার বিভিন্ন স্থানে বৃত্ত আঁকার সময় লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে যুক্ত হন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার ১০ম পদাতিক ডিভিশনের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আবদুল মতিন পিএসসি ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ, সেনাবাহিনীর চৌকস দল ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে লোহাগাড়া সাংবাদিক ফোরামে উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আবদুল মতিন পিএসসি বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে তাহলেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, সাংবাদিকরা জাতির ক্রান্তিলগ্নে সবসময় ভুমিকা রেখে এসেছে, করোনা ভাইরাসের সচেতনতায় লোহাগাড়া সাংবাদিক ফোরাম এগিয়ে এসে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে তাই সবাইকে ধন্যবাদ।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ বলেন, সচেতনতা তৈরির জন্য সাংবাদিকদের এই উদ্যোগ প্রশংসনীয়, সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ সংগ্রহ করা নিয়ে ব্যাস্থ থাকেনা, তারা যেকোনো সংকট মোকাবেলায় জাতির পাশে থাকে এটাই প্রমাণিত হয়েছে।