কুমিল্লায় প্রাইভেটকার উল্টে ৩ জনের মৃত্যু

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

 

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বাংগরাবাজার থানার কুরবানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার কুরবানপুর গ্রামের রাস্তার মোড় অতিক্রমকালে চাকা বিকল হয়। এতে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

নিহত চালক নোয়াখালী কবিরহাট উপজেলার লেদ কোম্পানিরহাট এলাকার মধ্য সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুর রহমান। অপর দু’জন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামের আবু বক্করের মেয়ে পারভীন আক্তার এবং তার স্বামী একই উপজেলার জুলাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, ‘নিহত পারভীন আক্তার বাবার মৃত্যুর সংবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মতামত