সিটিজি ভয়েস টিভি ডেস্ক:
করোনাভাইরাস থেকে ডাক্তারদের সুরক্ষায় আনোয়ারাসহ চট্টগ্রামের তিন হাসপাতালে ২০০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
আজ বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২০০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) চিকিৎসক ও নার্সদের জন্য প্রদান করা হয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ব্যক্তিগত সহকারী সচিব অ্যাড. ইমরান হোসেন বাবু জানান, বুধবার দুপুরে ভূমিমন্ত্রীর ব্যক্তিগত অনুদানের অংশ হিসেবে বিশেষ প্রতিনিধির মাধ্যমে তিন হাসপাতালে ২০০ পিপিই প্রদান করা হয়।