আবদুল আউয়াল জনি, সিটিজি ভয়েস টিভি:
আমি বেঁচে থাকতে আমার উপজেলার কোন মানুষকে না খেয়ে মরতে দেবনা ইনশাআল্লাহ, বুধবার উপজেলার ৯টি ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল হতে ৫ হাজার পরিবারের ২০ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার প্রাক্কালে এসব কথা বলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় তিনি আরও বলেন, সারাদেশের মত লোহাগাড়ায়ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া হতদরিদ্র মানুষ ও এলাকার কর্মহীন কোন দিন মজুর যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের নজর রাখতে হবে।
বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ আহবায়ক জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুওয়ানুল হক সুজন, ছাত্রনেতা ইনজামামুল হক চৌধুরী বাবুল প্রমুখ।