তিন মাসের ভাড়া মওকুফের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার এ দাবি জানান।
বিবৃতিতে বাহারানে সুলতান বাহার বলেন, বিশ্বে আজ করোনার মহামারি অবস্থা চলছে। তেমনি এক অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দুর্বিসহ জীবনযাপন করছে। তাই আমরা ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে আগামী তিন মাসের ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি।
বাহার আরো বলেন, করোনার কারণে লকডাউন হওয়ায় তারা কোনো কাজকর্ম করতে পারছে না, বাইরে বের হতে পারছে না। এ অবস্থায় জনশ্যূনতার কারণে রাজধানীসহ সারা দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে শ্রমিকরা দৈনিক ভিত্তিতে কাজ করত তারা বেকার হয়ে পড়েছে। তারই মধ্যে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনাভাইরাসের আতঙ্ক অন্যদিকে অর্থাভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণকে রেহাই দেওয়ার জন্য এপ্রিল, মে ও জুন এ তিন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশ জারির দাবি জানান তিনি।
এ সময় সিটি করপোরেশনের মেয়রসহ অনেকেই বাড়ি ভাড়া মওকুফের যে আবেদন করেছিলেন তাদেরও ধন্যবাদ দেন ভাড়াটিয়া পরিষদের সভাপতি।
এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ অনেকেই বাড়ি ভাড়া মওকুফের জন্য অনুরোধ জানিয়েছেন বলে বাহারানে সুলতান বাহার উল্লেখ করেন।