নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর–
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫৩ হাজারের বেশি মানুষ। আর এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।
দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে জনসাধারণকে বাড়ির বাইরে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছে দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। এতে করে অনেক পরিবারের তিনবেলা খাবার সংগ্রহ করা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে করোনা আক্রান্ত মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমন। বাঁশগাড়ি ইউনিয়নের যে কোন নাগরিক এই সুবিধা পাবেন বলেও জাননা তিনি।
সুমন বলেন, এই পরিস্থিতিতে এমন অনেকেই রয়েছেন, যারা লাইনে দাঁড়িয়ে পরিষদের সরকারি ত্রাণ নিতে সংকোচ বোধ করছেন। তাদের ঘরে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হবে। সে জন্য আমাদের সার্বক্ষণিক ০১৭১১১৫২৭৫৬ এবং ০১৭১৮২৯২০৬৪ নাম্বারে যোগাযোগ করে পরিচয় ও ঠিকানা জানালেই হবে। বাঁশগাড়ি ইউনিয়নের যে কোন নাগরিকের জন্য আমরা খাবার পৌঁছে দেব। তবুও যাতে লোকজন বাড়িতে থাকে, সেই চেষ্টা করে যাচ্ছি।
করোনাভাইরাস প্রতিরোধে সকল নাগরিককে ঘরে থাকার আহ্বান জানিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সার্বক্ষণিক তথ্য ও সহায়তা কেন্দ্র চালু করেছেন বলেও জানান তিনি। এ সকল কাজে নিজে উপস্থিত থেকে তদারকি করছেন তিনি।
মুস্তাফিজুর রহমান সুমন আরও বলেন, আমাদের বাঁশগাড়ি ইউনিয়নে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে সরকারি নির্দেশনা মেনে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা নাগরিকেদের বাড়িতে রাখতে এসব কাজ করে যাচ্ছি। যাতে করে ইউনিয়নবাসী করোনা মোকাবিলা করতে পারেন।