সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশকে আরো কঠোর হতে নির্দেশ : ডিআইজি

সিটিজি ভয়েস টিভি ডেস্ক:

সামাজিক দূরত্ব বজায় না রেখে এখনো গ্রামগঞ্জে জরুরি প্রয়োজন ছাড়াই মানুষ জমায়েত, আড্ডা, হাটবাজার করা ও ঘুরে বেড়াচ্ছেন। নিজেদের সুরক্ষিত রেখে এঁদের প্রতিহত করতে পুলিশ সদস্যদের আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

এ সময় ডিআইজি নভেল করোনাভাইরাস ঠেকাতে দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঢাকা বিভাগের ১৭টি জেলায় দিনে ও রাতে পুলিশের টহল আরো জোরদার করারও নির্দেশ দিয়েছেন।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম সরেজমিনে দেখতে হঠাৎ পরিদর্শনে বের হন ডিআইজি হাবিবুর রহমান। সাভারের হেমায়েতপুরে পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

এ সময় হাবিবুর রহমান বলেন, ‘করোনাভাইরাসের মহামারি ঠেকাতে সামাজিক বিচ্ছিন্নতার কোনো বিকল্পই নেই। এর মধ্যে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৫৬ জন, তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং মৃত্যু হয়েছে ছয়জনের। এ সংকটের মধ্যে গত ২৬ মার্চ থেকে সামাজিক দূরত্ব রক্ষায় সবকিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। দেশের মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করছেন পুলিশ সদস্যরা। তবে উদ্বেগের বিষয়টি হলো, নাগরিকদের অনেকেই নিজেদের সুরক্ষার বিষয়টি যেমন মানছে না, তেমনি জনস্বাস্থ্যকেও ফেলছে হুমকির মুখে।’

ডিআইজি আরো বলেন, ‘আইনের প্রয়োগে কোনো বাড়াবাড়ি নয়, প্রয়োজনে বুঝিয়ে-শুনিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে মানুষকে সচেতন করবে পুলিশ। এরই মধ্যে প্রতিটি জেলায় বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার মতো মানবিক কার্যক্রম আরো জোরদার করছে পুলিশ। এসব সত্ত্বেও জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ছাড়া যেসব যানবাহন রাস্তায় দেখা যাবে, সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও জরিমানা করার নির্দেশ দেন ডিআইজি। নিরাপদ দূরত্ব বজায় রেখে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণকাজ পরিকল্পনা বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে এ বিষয়ে পুলিশের সহযোগিতায় নেওয়ারও পরামর্শ দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক আসাদুজ্জামান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইদুর রহমান এবং তাহমিদুল ইসলাম।

পরে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের উদ্যোগে নিরাপদ দূরত্বে থেকে বেদে জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ডিআইজি হাবিবুর রহমান।

মতামত